গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৯ হাজার ৬০০ শিশু রয়েছে।
গতকাল রোববার (৭ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৯ হাজার ৬০০ শিশু রয়েছে। আহত হয়েছে আরো ৫৮ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে অন্তত ৮ হাজার ৬৬৩ জন শিশু রয়েছে। এছাড়া অন্তত ৭ হাজার জন এখনো নিখোঁজ রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা যুদ্ধের পর অধিকৃত পশ্চিমতীরে অন্তত ৩৩২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৮৩টি শিশু রয়েছে। এছাড়া আরো ৩ হাজার ৮০০ জন আহত হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছে। উল্লেখ্য, গাজার নিহত, আহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা আরো বেশি বলে হতে পারে। কারণ, গাজা কর্তৃপক্ষ গত নভেম্বর থেকে উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার পতনের মধ্যে নিয়মিতভাবে হতাহতের সংখ্যা আপডেট করতে পারেনি। সূত্র : আল জাজিরা