শনিবার, ২৯ জুন ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

ডিসেম্বরের সেরা ক্রিকেটার হলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটাদের তালিকায় নাম ছিল বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সেরা ক্রিকেট হওয়ার দৌড়ে তৃতীয় স্থানে নিজের জায়গা করে নেন এই বাঁহাতি স্পিনার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তবে তাইজুল-ফিলিপসকে পেছনে ফেলে আইিসিসির প্রথমবারের মতো মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স। গেল বছরের ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন তাইজুল। সেই ম্যাচে ঘরের মাঠে প্রথমবারের মতো কিউইদের হারায় টাইগাররা। ম্যাচটি বাংলাদেশ জিতেছে ১৫০ রানে। এরপর ঢাকা টেস্টে বাংলাদেশ হারলেও দুই ইনিংস মিলিয়ে ৫ কিউই হয়েছেন তাইজুলের শিকার। দুই ম্যাচের সিরিজে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরাও হন এই স্পিনার।
তাইজুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে ম্যাচসেরার লড়াইয়ে থাকা গ্লেন ফিলিপসের কাছেই মূলত বাংলাদেশ ঢাকা টেস্টে হেরেছে। যদি সেই ম্যাচে ফিলিপসের অলরাউন্ডিং পারফরম্যান্স আটকে দেওয়া যেতো, তাহলে হয়তো কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেতো বাংলাদেশ।
ঢাকা টেস্টে ম্যাচের প্রথম ইনিংসে ফিলিপস করেছেন ৮৭ রান। দ্বিতীয় ইনিংসে এই মিডলঅর্ডার ব্যাটার করেন ম্যাচজয়ী ৪০ রান। এছাড়া বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে সিলেটে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ফিলিপস করেন ৫৪ রান। বল হাতে শিকার করেছেন ৫ উইকেট। এদিকে সেরা হওয়া কামিন্স পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত পারফর্ম করেন। তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে পার্থে ৩ উইকেট নেন তিনি। এরপর মেলবোর্নে টেস্টে দুই ইনিংস মিলিয়ে নেন ১০ উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com