শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন, শেরপুর জেলা শাখা কমিটি অনুমোদন গত (বুধবার) ১৭ই জানুয়ারি দেওয়া হয়েছে। উক্ত কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মান্নান সরকার ও মোঃ সাজিদ হাসান শান্ত এবং শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাঈম ইসলাম রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শান্ত সাক্ষরিত একটি প্যাডে ১৭ সদস্য বিশিষ্ট ওই কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়। কমিটিতে মোঃ রিফাত মিয়াকে সভাপতি, মোঃ সোহানুর রহমান সুমন, সিনিয়র সহ-সভাপতি, মোঃ নাজমুল ইসলাম, সহ-সভাপতি,মোঃ জাহিদুর ইসলাম জাহিদ, সহ-সভাপতি, মোঃ ইলিয়াস, উদ্দিন সহ-সভাপতি, মোঃ আব্দুর রশিদ সাধারণ সম্পাদক, এস.এম.সুজন যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ ইমরান হাসান যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ নাঈম ইসলাম কোষাধ্যক্ষ, মোঃ মিজানুর রহমান সানি সাংগঠনিক সম্পাদক, মোঃ রোমানুল ইসলাম রুমান দপ্তর সম্পাদক, মোঃ আবু কাউছার রক্ত বিষয়ক সম্পাদক, মোঃ জাকারিয়া খান জাহিদ, প্রচার সম্পাদক, মোঃ রবিউল ইসলাম আদনান, সম্মানিত সদস্য, এস.কে.সজিব মিয়া, সদস্য,মোঃ রোকন আহমেদ সদস্য, মোঃ রুবেল হাসানকে সদস্য পদে নির্বাচিত করা হয়। কমিটি প্রকাশ উপলক্ষে শেরপুর জেলা শাখার পক্ষ হতে বৃক্ষ রোপণ করা হয়। উক্ত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে মানবাধিকার কর্মী তাহমিনা জলি, এখন টেলিভিশন এর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, শেরপুর জেলায় সুপরিচিত সামাজিক সংগঠন আজকের তারুণ্যর এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম রতন এবং মানবতা সংস্থা সেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক লাবিব হাসান স্বপন ও শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন এর কেন্দ্রীয় কার্যিনর্বাহী সংসদ এর কোষাধ্যক্ষ, নুর মোহাম্মদ বিজয় উপস্থিত ছিলেন।