ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেখানে আপনার বিনোদনের খোরাক মেটাতে পারেন খুব সহজেই। সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। এছাড়া ইউটিউব থেকে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন। ইউটিউব অ্যাড ব্লকারদের বিরুদ্ধে নিয়ে আসতে চলেছে নতুন একটি টুল এবং এই পদক্ষেপটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। ইউটিউব এখন এই টুল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে! যা খুব শিগগির ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে।
প্ল্যাটফর্মটি বিজ্ঞাপন-ব্লকার সরঞ্জামগুলো ব্যবহার করে ব্যবহারকারীদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে পারে, যা ভিডিও প্লেব্যাকের সময় বিজ্ঞাপনগুলোকে প্রদর্শন করা থেকে সীমাবদ্ধ করে। ভিডিও মন্থর করার কৌশলটি বিগত বছর শুরু হয়েছিল এবং এখন আরও বেশি ব্যবহারকারীকে প্রভাবিত করছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই শোনা যাচ্ছে যে বিজ্ঞাপন ব্লকারদের জন্যইউটিউব নতুন টুল নিয়ে কাজ করা শুরু করেছে। তবে অ্যাড ব্লকের কারণে যে সমস্যা দেখা দিয়েছে তা হলো-ইউটিউব ভিডিওতে ধীরগতির লোডিংয়ের সম্মুখীন হতে হয় ব্যবহারকারীদের। এজন্য তাদের অ্যাড ব্লকার টুল সরিয়ে দিতে হবে এবং অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রিমিয়াম প্ল্যান বেছে নিতে হবে।
অন্যদিকে, ইউটিউব দাবি করে যে বিজ্ঞাপন-ব্লকার টুল ব্যবহার করে বিজ্ঞাপনগুলোকে ব্লক করা তাদের আয়কে প্রভাবিত করে এবং কনটেন্ট নির্মাতাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতাকে বাধা দেয়। ইউটিউব ব্যবহারকারীদের এই টুলগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে এবং পরিবর্তে প্রিমিয়াম পরিষেবা বেছে নিতে উৎসাহিত করে, যা বিজ্ঞাপন-মুক্ত কনটেন্ট অফার করে। তবে এতে ব্যবহারকারীরা ফ্রিতে বিজ্ঞাপন মুক্ত ইউটিউব ভিডিও দেখতে পারবেন না। সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস