রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন

ইস্টবেঙ্গলে খেলবেন সানজিদা

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

অবশেষে ভারতের ভিসা পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের উইঙ্গার সানিজদা আক্তার। গতকাল বুধবার বিকেলে তিনি ভারত গেছেন। বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ মঙ্গলবার রাতে বলেছেন, ‘সানজিদা ভিসা পেয়েছে। গতকাল বুধবার বিকেলে সে কলকাতা যাওয়ার কথা বলে এ রিপোর্ট পর্যন্ত সর্বশেষ খবরে জানা গেছে।’ দেশের ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তারের অভিষেক হতে যাচ্ছে বিদেশি লিগে। ক্লাবটির সঙ্গে ৩ মাসের চুক্তি করেছেন জাতীয় দলের এই রাইট উইঙ্গার। জানা গেছে, ৩ মাসে ৩ লাখ টাকায় উপমহাদেশের জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ময়মনসিংহের কলসিঁন্দুরের এই নারী ফুটবলার। এর আগে ভারতীয় লিগে সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার খেলেছেন। দ্বিতীয়বারের মতো ভারতের লিগ খেলতে আগেই ভারত গেছেন সাবিনা খাতুন। সাবিনা খেলবেন ভারতীয় ক্লাব কিকস্টার্ট এফসিতে।
ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছেন মোনেম মুন্না ও শেখ আসলামসহ বাংলাদেশের অনেক তারকা ফুটবলার। এবার ক্লাবটির জার্সিতে বাংলাদেশের কোনো নারী ফুটবলার অভিষেক হতে যাচ্ছে।
২২ বছর বয়সী সানজিদা সর্বশেষ দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসে খেলেছেন। এ ক্লাবের জার্সিতে ২৯ ম্যাচে ১২ গোল করেছেন স্টাইলিস্ট এই ফুটবলার। ২০১৩ সালে জাতীয় অনূর্ধ্ব-১৪ দলের হয়ে প্রথম লাল-সবুজ জার্সি পড়েন সানজিদা। এরপর অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ খেলেছেন। জাতীয় দলে খেলছেন ২০১৬ সাল থেকে। জাতীয় দলের জার্সিতে এরই মধ্যে ২৯ ম্যাচ খেলেছেন সানজিদা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com