সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

জামালপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপি জাতীয় পিঠা উৎসব

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

১ ফেব্রুয়ারী বিকেলে জামালপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাংগনে এই পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শীত এলেই এদেশের গ্রামে গ্রামে পিঠা তৈরির ধুম পড়ে যায়। বাঙালির এই ঐতিহ্য?কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই পিঠা উৎসব আয়োজনের করা হয়েছে। তিন দিনব্যাপী এই পিঠা উৎসবে মোট ১১টি পিঠা স্টল রয়েছে, এছাড়াও প্রতিদিন পরিবেশন করা জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com