সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম ::

নেত্রকোণায় বায়ুদূষণের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

সদর উপজেলার তাতিয়র সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে স্কুলের সামনে মানববন্ধন হয়েছে। এসময় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কামরুন্নাহার, সহকারি শিক্ষক প্রতিমা সূত্রধর, সহকারি শিক্ষিকা সুলতানা, কনিকা আক্তার , ঝুমা আক্তার, স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ কমর উদ্দিন চাঁন মিয়া, সহ অভিভাবকগণ উস্থিত হয়ে বলেন, স্কুলের প্রাশে অবৈধ ভাবে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে স্কুলের পাশে দখল করে কয়েক বছর ধরে অবৈধ বালু ব্যবস চলছে। এতে প্রতিদিন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়ছে। ভোগান্তিত পড়ছেন শিক্ষক ও অভিভাবকগণ। এই নিয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও অবৈধ বালু ব্যবসা বন্ধ করা যাচ্ছেনা। এলাকাবাসীর নাকের ডগায় জাামাল মিয়া, নজরুল মিয়া, হিরা মিয়া মিলে অবৈধভাবে ব্যবসা করলেও প্রশাসনের নেই কোন মাথা ব্যাথা। এ দিকে বালু ব্যবসায়ীদের কারণে স্কুলের ছাত্র-ছাত্রীদের রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসছেনা। কোমলমতি বাচ্চাদের দেখা দিয়েছে সর্দিজ¦র চোখের রোগ ও শ^াসকষ্ট সহ অসংখ্য রোগে ভুগছে। এই মুহুর্তে প্রশাসন সুদৃষ্টি না দিলে শিক্ষার্থীরা বড় ধরনের স্বাস্থ্য ভোগান্তিতে পড়বে। এই নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম বলেন স্কুলের বিষটি জানতে পারলাম, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com