ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে সম্পর্কে ইতি টেনে নতুন সংসার পেতেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। সানা জাভেদের সাথে চারহাত এক হয়েছে সাবেক পাকিস্তানি অধিনায়কের। আর সানিয়া? তিনিও নাকি বসে পড়েছেন বিয়ের পিঁড়িতে! পাত্র নাকি আেেবা এক ক্রিকেটার। তবে পাকিস্তানি নন, খাঁটি দেশী! ভারতীয় পেসার মোহাম্মদ শামির সাথে বিয়ে হচ্ছে টেনিস সুন্দরীর! একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে এমনই খবর। শনিবার ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শোয়েবের সাথে ডিভোর্সের পর সোশাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ সানিয়া। প্রায় দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা আপডেট ভক্তদের জানাচ্ছেন টেনিস সুন্দরী। অন্যদিকে হাসিন জাহানের সাথে শামির সম্পর্ক এখন অতীত। আলাদাই থাকেন তারা। এমন পরিস্থিতিতে শামির সাথে সানিয়ার বিয়ের খবর এবং ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে। এক্স হ্যান্ডেল একটি ছবি একজন পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বিয়ের সাজে পাশাপাশি দাঁড়িয়ে সানিয়া ও শামি। সাথে লেখা- ‘ব্রেকিং নিউজ। মোহাম্মদ শামির সাথে বিয়ের কথা ঘোষণা করলেন সানিয়া। আইপিএলের আগেই মার্চে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সানিয়া জানিয়েছেন, শামির হেয়ার ট্রান্সপ্লান্টের পর তাকে লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো দেখাচ্ছে।’
তবে নিছকই যে এই ছবি এডিট করে তৈরি করা, তা বুঝতে খুব একটা সমস্যা হয় না। শামি ও সানিয়ার পুরনো ছবি কেটে পাশাপাশি বসিয়ে এটি করা হয়েছে। তবে এই ছবি দেখে অনেকেই বলছেন, সানিয়া এবং শামি কিন্তু বিষয়টি ভেবে দেখতেই পারেন। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন সানিয়া। যেখানে ছেলে ইজহান এবং ভাগ্নি দুয়াকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। আবেগঘন সানিয়া সাথে লিখেছেন, ‘লাইফলাইন।’ সূত্র : সংবাদ প্রতিদিন