চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় গ্রীডের বিদ্যুৎ খুঁটির গোড়া থেকে রাতের আঁধারে মাটি উদাও! শিরোনামে জাতীয় দৈনিক খবরপত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারের পর অবশেষে ফের ফিরে এলো জাতীয় গ্রীডের বিদ্যুৎ খুঁটির নিচের মাটি! নিউজ প্রচারের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে প্রশাসন দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলে দায়ী ব্যাক্তিরা প্রশাসনের নিকট ভুল শিকার করে ক্ষমা চেয়ে বিদ্যুৎ খুঁটির নিচের মাটি ভরাট করে দেয়। এদিকে অভিযোগকারী জমির মালিক মোঃ শাহজাহান জানান, বিদ্যুৎ খুঁটির নিচে তার জায়গা থেকে ১শত ২০ গাড়ী মাটি নিয়ে গেলেও ভরাট করে দেয়া হয়েছে মাত্র ৪/৫ গাড়ী মাটি। এছাড়াও অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি – দমকী দিচ্ছে প্রতিনিয়ত। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্তরা ইউএনওর নির্দেশে বিদ্যুৎ খুঁটির নিচের মাটি ভরাট করে দিয়েছে জানালেও জমির মালিককে হুমকি – দমকী দেয়ার কথা অস্বীকার করেন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী বিদ্যূৎ কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান। এদিকে জাতীয় গ্রীড কর্তৃপক্ষের কর্মকর্তা মহিউদ্দিন জানান, অভিযুক্তরা ভুল স্বীকার করে মাটি ভরাট করে দেয়ার কথা বলেছে। আর যদি মাটি ভরাট করে না দেয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আগামী সপ্তাহে এফআইআর করা হবে বলে জানান তিনি।