বুধবার, ২২ মে ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
আজ বাজারে আসছে নওগাঁর আম ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা! মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন একটি মুক্তিযুদ্ধের দরকার জামালপুরে সভায় বক্তারা কালীগঞ্জে এমপি আনারের সন্ধ্যান ও সুস্থতা কামনায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দোয়ার আয়োজন গলাচিপা উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট তারাকান্দা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরন্তর কাজ করছেন জোবায়ের হোসেন বাগেরহাটে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ফরিদগঞ্জে ভোট বর্জনের আহব্বানে মতিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল রাইসির জানাজায় মানুষের ঢল

মহেশখালীনে হামুনে” ঝড়েপড়া কোটি টাকার সেগুন-আকাশমনি গাছ চোরের দখলে

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

উপকুলীয় বনরেঞ্জে মহেশখালীতে অযত্ন অবহেলায়”হামুনে” ঝড়েপড়া কোটি টাকার সেগুন-আকাশমনি বনদস্যুদের নিয়ন্ত্রনে চলে গেছে। বনদস্যু-অসাধু বনকর্মীর কারনে সরকার হারাতে বসে কোটি টাকার রাজস্ব। সরেজমিনে জানা যায়, বিগত ২০২৩ সালের ২৪ অক্টোবর মঙ্গলবার “ঘূর্ণিঝড় হামুন” আঘাত হানে মহেশখালীর উপকুলে। তা-বে ঝড়ে পড়ে মহেশখালী বনবিভাগের শাপলাপুর, মুদির ছড়া ও দিনেশপুর বনবিটের রিজার্ভ বনের কয়েক হাজার সেগুন সহ সামাজিক বনায়নের আকাশমনি গাছ। শাপলাপুর বিটে কিছু গাছ কেটে নিয়ে স্টক করলেও অপর দুই বিটের পরিপক্ষ গাছগুলো সাড়ে তিন মাস ধরে পড়ে আছে যার নিয়ন্ত্রন এখন কাঠ পাচারকারী ও বনদস্যুদের দখলে। কয়েক হাজার সেগুন গাছের মধ্যে মার্কিং হয়েছে মাত্র ৯০ টি। এখনো বাকী গাছের হিসাব নেই। একটি সুত্র জানায়, গাছের গোড়ায় গোড়ায় গিয়ে দরদাম করে বিক্রী চলছে ইঁদুর-বিড়াল ষ্টাইলে। জানতে চাইলে পৃথক পৃথক ভাবে মুদির ছড়া বনবিট কর্মকর্তা ছানা উল্লাহ ও দিনেশপুর বন বিট কর্মকর্তা মনজুর মোর্শেদ বলেন, ঘূর্ণিঝড় হামুন”র তা-বে ঝড়ে পড়া মহেশখালী বনবিভাগের মুদির ছড়া ও দিনেশপুর বনবিটের রিজার্ভ বনে ঝড়ে পড়েছিল কয়েক হাজার সেগুন সহ সামাজিক বনায়নের গাছ। বিগত ২৪ অক্টোবর মঙ্গলবার ২০২৩ সন্ধ্যা ৬টার পরপর ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূলে অতিক্রম করে। উক্ত তারিখ মোতাবেক সেগুন গাছের মধ্যে মার্কিং হয়েছে মাত্র ৯০ টি। এখনো চলছে মার্কিং। এখনো বাকী গাছের হিসাব নেই। সংশ্লিষ্ট মুদির ছড়া বনবিট কর্মকর্তা ছানা উল্লাহ ও দিনেশপুর বন বিট কর্মকর্তা মনজুর মোর্শেদ আরো বলেন, নিলাম দেয়ার অপেক্ষায় আছেন তারা। প্রয়োজনীয় খরচের অভাবে কাঠগুলো সংগ্রহ করা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে অনেক সেগুন গাছ উধাও। বাকী গুলোর ও অর্ধেক করে কেটে সাবাড় করছে চোরের দল। উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, গাছগুলো কি অবস্থায় আছে খবর নিয়ে জানাবেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com