বাংলাদেশ কালচারাল একাডেমির ইসি সদস্য এবং অর্থ সম্পাদক সুলতান মাহমুদের পিতা আব্দুল খালেক মন্ডল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকালে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কালচারাল একাডেমির (বিসিএ) পরিবার গভীর শোক জ্ঞাপন করছে। মরহুম আব্দুল খালেক দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ফুসফুসে ক্যান্সার আক্রান্ত ছিলেন । গত সোমবার তাঁকে গ্রামের বাড়িতে নেয়া হয়। ঐদিন দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন। গত কয়েক মাস পূর্বে তাঁর গর্ভধারিণী আম্মাও ইন্তেকাল করেছিলেন।
এক শোকবাণীতে বিসিএ পরিবারের পক্ষ হতে সভাপতি জনাব আবেদুর রহমান ও সেক্রেটারি ইবরাহীম বাহারী মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন , পিতা – মাতার মৃত্যুতে পরিবার অভিভাবক হীন হয়ে পড়লেও আমাদের সকলের প্রকৃত অভিভাবক মহান আল্লাহ রাহমানুর রাহিম। তাই তাঁরা সবাইকে ধৈর্য ধারণের পরামর্শ প্রদান করেন। তাঁরা আরো বলেন , মহান আল্লাহ তা’আলা আমাদের সুলতান ভাইয়ের পিতাকে ক্ষমা করে দিন। তাঁর ডান হাতে আমলনামা দান করুন। তাঁকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদের অন্তর্ভুক্ত করে নিন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমীন।।