আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও অক্সফাম প্রতিনিধিদের নিয়ে, স্থানীয় সিডফ এনজিও সংস্থার আয়োজনে উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া জেলে সম্প্রদায় মান্তা জেলে নারীদের ক্ষমতায়ন, উন্নয়ন, সরকারি সহায়তা ও মৌলিক বিষয়ে, ডোনার এজেন্সিদের সাথে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি, সমাজসেবক, ও গণ-মাধ্যম কর্মীদের সমন্বয়ে গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এক প্রকল্প বিষয়ে অগ্রগতি শেয়ারিং বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান, অক্সফাম বাংলাদেশ প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার মোঃ শফিকুল ইসলাম, খাদিজা আক্তার অন্তরা, তথ্য আপা মোঃ ইসমতারা,সভায় দিক নির্দেশনা মূলক ও প্রকল্পের পরবর্তী বিভিন্ন সুপারিশ নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হাসান মিল্টন, জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার শঙ্করলাল দাস,প্যানেল মেয়র সুশীল বিশ্বাস প্রমুখ। সভাপতিত্ব করেন সিডফের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন মিয়া, সার্বিকভাবে সহযোগিতা করেন মামুন মিয়া ও শতাব্দী রানী। সভায় অংশীজনের শেয়ারিং ও প্রকল্পটি গতিশীল করার লক্ষ্যে পাঁচ বছরের জন্য ডোনার এজেন্সিদের প্রতি উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুরোধ জানান।