গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দার মানিক আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের বৃহস্পতিবার সকালে হরেক রকম পিঠা দিয়ে বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসবের উদ্ধোধন করেন আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরকার আব্দুল আলীম। পিঠা উৎসবে এগারটি স্টলে একশত রকমের পিঠার মধ্যে উল্লেখ্য যোগ্য পাটিসাপটা, কলি পিঠা, ভাবা পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, পোয়া পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল পিঠি, মালপোয়া, মড়ো পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছটি পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছটিকা পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, র্সূযমুখী পিঠা, ফুল পিঠা, বিরানি পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, দুধরাজ, ফুলঝুরি, রস পিঠাসহ নানা ধরনের পিঠা ও খাবার রয়েছে। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শোয়েব মৃধা, মৌচাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মানিক, যুবলীগ নেতা মনোয়ার হোসেন শাহিন,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ হারিজউজ্জামান খান প্রমুখ। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও পিঠা উৎসবে যারা ভাল করেছেন তাদের বিকেলে পুরস্কার বিতরন করেন।