বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনালটা হলো ফাইনালের মতোই। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেও নিষ্পত্তি হলো না। ১১-১১ সমতা হলো দুই দলের।
ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ পর্যন্ত টসে নির্ধারিত হলো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ভাগ্য। টস জিতে চ্যাম্পিয়ন হলো ভারত, স্বপ্ন ভাঙলো বাংলাদেশের মেয়েদের।
বাবা-মা সেই ঠাকুরগাঁও থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে ঢাকায় এসেছেন মেয়ের খেলা দেখতে, মেয়েকে না জানিয়েই। সেই সাগরিকাই বাংলাদেশকে ফাইনালে বাঁচিয়ে রাখেন নির্ধারিত সময়ে।
বাড়িয়ে দেওয়া চার মিনিটের খেলার তখন ১ মিনিট বাকি। বাংলাদেশ পিছিয়ে ১-০ গোলে। ভারতের ডাগআউটে তখন উৎসবের প্রস্তুতি। শেষ বাঁশি বাজলেই যে বাংলাদেশের কাছ থেকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা চলে যাবে তাদের হাতে।
ঠিক তখনই বাংলাদেশের সাগরিকা গোল করে ফাইনাল টেনে নিয়ে যান টাইব্রেকারে। কিন্তু হলো না। হাড্ডাহাড্ডি লড়াই করেও টসভাগ্যে হারতে হলো বাংলাদেশকে।