সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

গজারিয়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় (১০ ফেব্রুয়ারী) উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্যভাটেরচর বিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীদের উচ্চতা অনুযায়ী ছেলে ও মেয়েদের আলাদাভাবে তিনটি করে মোট ৬ টি গ্রুপে বিভক্ত করে খেলা পরিচালনা করা হয়। প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন। ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রথমে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। আর শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য সোহরাব হোসেন,মোঃ রাসেল খন্দকার, কো-অপ্ট সদস্য,অভিভাবক সদস্য সফিকুল ইসলাম, রেদোয়ান হোসেন মাসুম, মিন্টু খন্দকার সালমা আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য। খেলা ধারাভাষ্যকার ও উপস্থাপন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.আফজাল হোসেন ও ফাতেমা আক্তার। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফারজান ইয়াসমিন, সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন খান, দেওয়ান কামরুজ্জামান, রোমেনা আফরোজা, হালিমা আক্তার, কৃষ্ণপদ হালদার, রতন আহমেদ, নাজমুল হাসান পারভেজ, শাখাওয়াত হোসেন, মোসা: ছাবেকুন্নাহার, লেলীন ঢালী, আশরাফুন্নেস। এ সময় আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, মোড়গ লড়াই, দীর্ঘ লাফ, চেয়ারসিটিং, রানী বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, ১০০, ৪০০মিটার দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন , অত্র স্কুলের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন সায়মন ও বিদ্যালয়ে শিক্ষার্থী তৌফিক হাসান নিহাদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com