বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১১২ জন সুফলভোগীদের মাঝে বিনামূল্যে বাড়ন্ত ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ বাছুর বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ওয়ালী উল ইসলাম সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন ডা: মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। এসব বাড়ন্ত ষাড় বাছুর বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার এ ষাড় বাছুর বিতরণ করছে। এতে হত-দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্টিদের জীবন মানোন্নয়ন ভূমিকা রাখবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো. ওমর ফারুক, (ডিপিডি) ডা. মো. আনোয়ার সাহাদত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুলহাদী আলমাজি জিন্নাহ, সহ-সভাপতি সাইদুল ইসলাম চান, রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি হারুনর রশীদ, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, ছাত্র লীগের সভাপতি রবিন সরকার, সাধারণ সম্পাদক সোয়েব আক্তারসহ ১১২ জন সুফলভোগী উপস্থিত ছিলেন। ষাঁড় বাছুর বিতরণ শেষে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ৯টি দুগ্ধ উৎপাদনকারী প্রডিউসার গ্রুপের মাঝে ৯ মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে যার সার্বিক তত্বাবধানে ছিলেন ডা. আজমেরী হাসনাত, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com