নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে অগ্নিকা-ের ঘটনায় ১৯ টি বাড়িঘর পুড়ে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের নিউ রসুলপুর গ্রামের আদিবাসী পাড়ায় বিমল চন্দ্র এর বাড়িতে শনিবার বিকাল অনুমান ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করলেও আগুনের বিস্তৃতি এত প্রকট ছিল যে, মুহুর্তেই ১৯ পরিবারের বাড়িঘরগুলো ভস্মীভূত হয়ে যায়। তিনটি গরু পুড়ে মারা যায়। সকল বাড়ির যাবতীয় মালামাল, খাদ্যদ্রব্য, পোষাক, লেপ, কাঁথা, সহ যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে যায়। বদলগাছী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বদলগাছী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তাৎক্ষনিকভাবে প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা, ২ প্যাকেট শুকনা খাবার এবং ২ টি করে কম্বল প্রদান করা হয়েছে। এই অগ্নিকা-ের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।