ভারত বিশ্বকাপ ঘিরে প্রস্তুতির কমতি ছিল না বাংলাদেশের। তবে তাতে ভাগ্য পরিবর্তন হয়নি, স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। তবে সেই দুঃখ নিয়ে বেশি দিন বসে থাকার সুযোগ নেই, দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসর দিয়ে আক্ষেপ ভুলতে চায় বাংলাদেশ। এই আসরে ভালো করতে প্রস্তুতির কমতি রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে আগেভাগেই যেতে চায় স্বাগতিক যুক্তরাষ্ট্রে। সেখানে সিরিজ খেলার বন্দোবস্তও করে ফেলেছে তারা।
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশ দু’টি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষে। ফলে যুক্তরাষ্ট্রের অচেনা পরিবেশের সাথে মানিয়ে নিতে স্বাগতিকফের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বিসিবি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের বিপক্ষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান, বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভালোভাবে যেতে চাচ্ছি। সামনে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলব। এখন তো বিপিএল চলছে। এরপর আমরা পরিকল্পনা করছি, যুক্তরাষ্ট্র দলের সাথে আমরা সেখানে তিন ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের অনুশীলন ও প্রস্তুতির মধ্যেই পড়ে।