রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

সামির গোড়ালিতে সফল অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

অবশেষে পায়ের গোড়ালির অস্ত্রোপচার করালেন ভারতের পেসার মোহাম্মদ সামি। গতকাল সোমবার লন্ডনের একটি হাসপাতালে সামির পায়ের গোড়ালির পেছনের অংশে অবস্থিত এচিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার হয়েছে।
অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় বিশ্রাম নেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সামি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাত্রই গোড়ালির সফল অস্ত্রোপচার হলো। সেরে উঠতে কিছুটা সময় লাগবে। তবে দ্রুত নিজের পায়ে উঠে দাঁড়াতে তর সইছে না। সবার জন্য ভালোবাসা।’
গোড়ালির অস্ত্রোপচারের কারণে আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে গুজরাট টাইটান্সের সামির। এমনকি ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ২২ মার্চ-২৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএল।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকেই মাঠের বাইরে আছেন সামি। পুরোপুরি ফিট না হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট শিকারী ছিলেন এই ডান-হাতি পেসার। বিশ্বকাপে চলাকালীন গোড়ালির চিকিৎসার জন্য এবং টুর্নামেন্ট শেষেও ইনজেকশন নিয়েছিলেন সামি। বিশ্বকাপের পর ইনজুরির কারণে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং চলমান ইংল্যান্ড সিরিজ মিস করেছেন সামি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com