বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

জামালপুরে সড়ক পাকাকরণের দাবিতে পৌরবাসীর বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের রামনগর গ্রামে দেড় কিলোমিটার সড়ক নির্মানের জন্য মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে। তেতুলিয়া-রামনগর নগর উন্নয়ন কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন, জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম। সরেজমিনে গিয়ে জানা যায় রামনগর গ্রামের সাতরাস্তা মোড় থেকে ঝিনাই নদীর পাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার শতবর্ষী সড়কটি পৌরসভার অন্তর্ভূক্ত হলেও কাঁচা অবস্থায় আছে। সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবে পায়ে হেটেও চলাচল করা যায় না। বন্যা হলে ছাত্র, ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে না। স্বাভাবিক জীবন যাপন চরমভাবে বিঘিœত হয়। এছাড়া বিদ্যুতের খুটি না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ ব্যবহারকারীরা বসবাস করছে। সড়কের দূরাবস্থার কারণে প্রশাসনের নজরদারী নাই। এতে মাদকসেবীদের অভয়ারণ্য পরিণত হয়েছে এ এলাকাটি। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জাহাঙ্গীর সেলিম বলেন এ যেনো বাতির নীচে অন্ধকার। দেড়শতাধীক বছরের প্রাচীন পৌরসভা হলেও এখনো অনেক কাঁচা সড়ক আছে। রামনগরের এ সড়কটি এখনো মান্ধাত্ব আমলের মতো পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষ এদিকে কোন নজর দেয় না। অবিলম্বে এ সড়কটি পাকাকরণের দাবী জানান তিনি। নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন এ সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষ চলাচল করে থাকেন। মেলান্দহ উপজেলার টগারচর, ঝাউগড়া, চররুহিলীসহ পৌরসভার ১০ গ্রামের মানুষ কৃষি উৎপাদন, পণ্য পরিবহন এবং জামালপুরে শহরের দূরত্ব কম হওয়ায় এ সড়কটি অন্যতম মাধ্যম। তিনি বলেন জামালপুর শহরে শাকসবজি চাহিদাপূরণে উল্লেখিত এলাকাগুলোতে উৎপাদিত অন্যান্য কৃষি পণ্য এ সড়ক দিয়ে পরিবহন করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে আগামী শনিবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে নগর উন্নয়ন কমিটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com