নওগাঁর মহাদেবপুরে ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রন) আইন-২০১৩’ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের অর্থায়ন ও সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ।