মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

গলাচিপায় জাতীয় ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

“সঠিক তথ্যে ভোটার হব স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যের আলোকে, সারাদেশের ন্যায় ৭ম বারের মতো গলাচিপা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে ২রা মার্চ ২০২৪ জাতীয় ভোটার দিবস পালিত হয়। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে, বিভিন্ন শ্রেণী পেশার, সরকারি কর্মকর্তা, সুধী, ইচ্ছুক ভোটার, শিক্ষার্থী, শিক্ষক, সমন্বয়ে ব্যানার, ফেস্টুন শোভাকারে বর্ণাঢ্য র‌্যালি মিছিল বের হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোটার দিবসের তাৎপর্য ও বিধিমালা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সভয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা শাহিন শাহ। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, মেডিকেল অফিসার ডাক্তার আতাউর রহমান। ভোটার দিবসে একজন নাগরিকের ভোটার হওয়ার বিষয়ে, তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ম. খালিদ হোসেন মিলটন, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ। এছাড়াও নির্বাচন অফিস চত্বরে আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন সহ অফিস কর্তৃপক্ষ লিফলেট বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com