রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

ফোন লক করেই ব্যবহার করা যাবে গুগল ম্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। এখন আপনার ফোন লক থাকা অবস্থায় গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। জরুরি সময়ে ফোনের লক খুলে গুগল ম্যাপে ঢোকা খুবই ঝামেলার ব্যাপার। এছাড়া অনেক সময় ফোনের চার্জ কম থাকে, এসব জরুরি মুহূর্তে ফোন লক করেই গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন।
এবার গুগল ম্যাপে একটি নতুন ফিচার এসেছে, যার মাধ্যমে আপনি ফোন না খুলেই রুট দেখতে পারবেন। অর্থাৎ ফোন লক থাকাকালীনই আপনি রুট দেখে গাড়ি চালাতে পারবেন বা সেই রাস্তায় যেতে পারবেন। এই ফিচারের নাম রাখা হয়েছে, ‘গ্লান্সেবল ডিরেকশন’ । এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ফোনের লক স্ক্রিনে নিজেই রুট দেখতে পারবেন।
এটি আপনাকে রিয়েল-টাইম আপডেট দেবে। স্মার্টফোনের লক স্ক্রিনে সরাসরি রাস্তা সংক্রান্ত তথ্য যেমন আগমনের আনুমানিক সময় এবং ডাইভারশন দেখতে পাবেন। এর সাহায্যে কোনো ঝামেলা ছাড়াই সহজেই নেভিগেট করতে পারবেন। আর ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ারও কোনো সমস্যা থাকবে না।
এই ফিচারটি ধীরে ধীরে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে সব ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েড সংস্করণ ১১.১১৬ এবং আইওএস সংস্করণ ৬.১০৪.২ ব্যবহারকারীরা এই ফিচারটি পাচ্ছেন।
দেখে নিন এই ফিচারটি কীভাবে ব্যবহার করবে-
>> প্রথমে গুগল ম্যাপস অ্যাপ খুলুন। >> উপরের ডানদিকে কোণায় আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করুন।
>> এরপর ‘সেটিংস’-এ যান। >> এখানে ‘নেভিগেশন সেটিংস’-এ যান। >> এরপর আপনি ‘নেভিগেট করার সময় গ্লান্সেবল ডিরেকশন’ অপশনটি পাবেন। এটি চালু করে দিন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com