সৃষ্টিশীল ব্যবসায়ী স্বপ্নীল চৌধুরী সোহাগের নান্দনিক ছোঁয়ায় বদলে যাচ্ছে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রাম। গ্রাম তথা এলাকার উন্নয়ন, শিশু, কিশোর ও যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী করতে সর্বদা চেষ্টা চালাচ্ছেন তিনি। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এবং বেকারদের কর্মমূখী করতে একের পর এক সৃজনশীল কাজ করে চলেছেন। এর ধারাবাহিকতায় উলা দক্ষিণপাড়ায় নিজের অর্থায়নে জমি কিনে চৌধুরী খেলার মাঠ করেছেন। বুধবার (৬ মার্চ) বিকেলে ঢাকা থেকে ভাড়া করা হেলিকপ্টার যোগে গ্রামে এসে এ মাঠের উদ্বোধন করেন তিনি। মাঠে অবতরণের পর পরিবারের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে আড়ম্বরপূর্ণ পরিবেশে খেলার মাঠ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবসায়ী স্বপ্নীল চৌধুরী সোহাগ উপস্থিত সবাইকে বলেন, প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বাঁচে। মানুষের জন্য কিছু একটা করা আমার স্বপ্ন। আমাদের গ্রামে কোনো খেলার মাঠ ছিল না। আমি মনে করি একটা গ্রামের উন্নয়নের জন্য একটা খেলার মাঠ দরকার। একটা মাঠ হলে অনেক দূর-দূরান্ত থেকে খেলোয়াররা খেলতে আসবেন এবং দর্শকরাও আসবেন। এছাড়া মাদকের হাত থেকে তরুণ, যুব সমাজকে রক্ষা করতে মাঠের ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। সেইদিক বিবেচনা করে প্রায় ৫একর জমির উপর খেলার মাঠ তৈরি করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, সোহাগের পিতা খোকন চৌধুরীসহ এলাকার বিভিন্ন শেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি শৈল্পিক তুলির আঁচড়ে নিজ বাড়িকে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দনরুপে। কারুকার্যমন্ডিত বাড়ির অবকাঠামোসহ সামনের পুকুর আগত দর্শকদের জন্য প্রতিনিয়ত প্রশান্তি ছড়াচ্ছে।