সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বসতবাড়ির মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান উদ্ধার করা হয়েছে। থানার এস আই জিয়া উদ্দিন, এস আই মিজানুর রহমানসহ একদল পুলিশের সহযোগিতায় বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর মির্জা বাড়ীর সামনে বুধবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে একটি সিএনজি তল্লাশি করে ৩৪ বোতল মদ উদ্ধারসহ একজনকে আটক করা হয়। মদসহ আটক শিবু দাশ(২৪) উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের বাবুল দাশের ছেলে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে তার বসতবাড়িতে মাটি খুঁড়তেই মাঠির নিছ থেকে বেরিয়ে এলো ৬৭ বোতল মদ। পুলিশের বিশেষ অভিযানে মোট ৯১ বোতল মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শিবু দাসকে বৃহস্পতিবার (৭ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।