রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

সদরপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত

সোবাহান সৈকত (সদরপুর) ফরিদপুর
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৪ উদযাপিত হয়েছে। ১১ মার্চ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এবং ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন সারমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। এ সময় গণসচেতনতা মূলক বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, ওসি তদন্ত আনিসুর রহমান সহ উপজেলার মৎস্য চাষী জেলে, বীর মুক্তিযোদ্ধা, এবং গণমাধ্যম কর্মিরা। আলোচনা সভায় বক্তারা বলেন ১০ ইঞ্চির নীচে ছোট ইলিশ মাছ ধরা নিষেধ। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত জাটকা নিধন বন্ধ রাখার আহবান জানান। আগামী ১৭ মার্চ পর্যন্ত জাটকা নিধনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান উপজেলা প্রশাসন। ইলিশ আমাদের জাতীয় মাছ, তাই এর উৎপাদন সংরক্ষন ও বংশ বিস্তারে সকলকে এগিয়ে আসতে হবে। ইলিশের উৎপাদন বাড়লে সাধারন মানুষের আমিষের ঘাটতি পুরন হবে। তাছাড়া বছরে প্রায় ২৮ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসে ইলিশের খাত থেকে। তাই ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা নিধনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে বলে জানান বক্তারা। আলোচনা সভায় উপস্থিত জেলেরা আগামি ১৭ মার্চ পর্যন্ত জাটকা না ধরার অঙ্গিকার করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com