রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

তাড়াশে ৩ জন পরীক্ষার্থীর দায়িত্বে ৩০ জন কর্মকর্তা ও কর্মচারী

গোলাম মোস্তফা বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে এসএসসি পরিক্ষায় হিসাব বিজ্ঞান বিভাগে পরিক্ষা দিলেন মাত্র ৩ জন ছাত্র। কিন্তু পরিক্ষায় দায়িত্ব পালন করেন ৩০ জন কর্মকর্তা ও কর্মচারী। (১১ মার্চ) সোমবার তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও গুল্টা বাজার দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ে এ বিভাগের পরিক্ষা সম্পন্ন হয়। তাড়াশ তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব আব্দুস সালাম বিএসসি ও গুল্টা বাজার দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব আলী আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজ্ঞান ও মানবিক বিভাগে পড়তে ছাত্রছাত্রীর আগ্রহ বেশি। বিশেষ করে হিসাব বিজ্ঞান বিভাগে কোন ছাত্রছাত্রী ভর্তি হতে চায়না। ফলে পুরো উপজেলায় মাত্র ৩ জন পরিক্ষা দিলেন। তাড়াশ কেন্দ্রের পরিক্ষার্থী হৃদয় শেখ ও আসিফ হোসেন নামে ২ জন ছাত্র। গুল্টা কেন্দ্রের পরিক্ষার্থী মুঞ্জিল হোসেন। তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী ও গুল্টা বাজার দ্বি মূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা আনিসুর রহমান বলেন, হিসাব বিজ্ঞান বিভাগে পরিক্ষার্থী কম হলেও দায়িত্ব পালন করতে হলো সংশ্লিষ্ট সবার একইরকম। যথারীতি ৩ ঘন্টা পরিক্ষা হয়েছে। দায়িত্ব পালন করলেন ইউএনও থেকে শুরু করে আরো ২৯ জন কর্মকর্তা ও কর্মচারী। তাড়াশ কেন্দ্রে মোট পরিক্ষা দিচ্ছেন ৭৬৫ জন। গুল্টা কেন্দ্রের পরিক্ষার্থী ২৪৩ জন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, হিসাব বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ শাখা। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে এ বিভাগে পড়ালেখার জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com