সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের বর্ধিত সভা

কল্লোল সরকার বাগেরহাট সদর
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, ২০৪১ মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে ১১ মার্চ সোমবার খানজাহান আলী মাজার সংলগ্ন থানা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শেখ জাহিদুর রহমান এর সভাপতিত্বে ও লিটু দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু। বিশেষ অতিথি হিসাবে থানা আঃলীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম.এ মতিন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইফতেখারুল ইসলাম রানা, যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ সদর উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থী সরদার নাসির উদ্দিনকে পুরনায় দলীয় প্রার্থী হিসাবে ঘোষণার দাবী জানান এবং তাকে বিপুল ভোটে নির্বাচিত করবার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণাকে বাস্তবায়ন করতে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার কোন বিকল্প নেই। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com