সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

মিরসরাইয়ে এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রমজান উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজ শেষে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফিরোজ। সংগঠনের সভাপতি কফিল উদ্দীন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ হোসেন রাফির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম, মুসা মিয়া, সেলিম, ইব্রাহিম, সহসাংগঠনিক সম্পাদক সায়মন মজুমদার , সাহিত্য সম্পাদক আদনান, অফিস সম্পাদক রোমিও, ক্রীড়া সম্পাদক নিশান, সদস্য রিদয়, মুরাদ, সাফিন, সালমান, তারেক, রকি, রিয়াজ প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় অর্ধশতাধিক পরিবারকে এই উপহার সামগ্রী বিতরণ করে এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাব। রমজান উপহারের মধ্যে ছিল ছোলা, চিনি, চিড়া, মুড়ি, আলু, খেজুর,তেল,সেমাই, ডাল, পিঁয়াজ ইত্যাদি। উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে রমজান উপহার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। ঘরে বসে এই রমজান উপহার পেয়ে খুশি অসহায় এই মানুষগুলো। বীর মুক্তিযোদ্ধা মির্জা ফিরোজ বলেন, এই সংগঠন প্রতিবছর রমজান উপলক্ষ্যে বিভিন্ন কর্মকা- পালন করে। এছাড়া সারাবছর বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে। বিশেষ করে অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়া প্রশংসনীয় কাজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com