ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪) দুপুরে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ ডাক বাংলো চত্ত্বরে দরিদ্র ও অস্বচ্ছল ২৮৫ টি পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিলো চাল ১০ কেজি, ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, চিনি ২ কেজি, আলু ৩ কেজি এবং ছোলা বুট ২ কেজি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মাজহারুল ইসলাম প্রমুখ।