পাবনার সাঁথিয়ায় গনধর্ষন মামলায় র্যাবের পৃথক অভিযানে ৩ আসামীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিনগত রাতে পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পাবনা র্যাব ১২ সিপিসি টু সদস্যরা। পাবনা র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহয়তায় এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন, পাবনার সাঁথিয়া থানার চাঁদপুর গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে মোঃ নূহ মোল্লা(২৮), মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ নাসির উদ্দিন(৩০), মোঃ নূর আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩২)। কোম্পানী কমান্ডার আরো জানায়, গতকাল ১৯মার্চ রাত ১০টার দিকে সাঁথিয়া থানার খাইলভরা মোল্লাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ নূহ মোল্লা (২৮) কে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে অপর ২ আসামীকে আতাইকুলা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ১৯ শে ফেব্রুয়ারী সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ধর্ষীতা সাঁথিয়া থানার বনগ্রাম বাজার হতে নিজ বাড়িতে যাবার উদ্দেশ্যে অটো রিক্সায় রওনা দেন। এরপর ৩ ধর্ষক তাকে জোর পুর্বক তুলে চরভদ্রকোলা গ্রামের ডাঙ্গার চক নামক নির্জন মাঠে নিয়ে গণধর্ষন করে অজ্ঞান অবস্থায় মাঠে ফেলে রেখে চলে যায়। পরে ধর্ষীতার জ্ঞান ফিরে পেলে সে বাড়িতে গিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করে। গত ২২ ফেব্রুয়ারী সাঁথিয়া থানায় মামালা দায়ের করে।