রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কর্তৃক আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনার প্রতিবাদে, বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর শিপ্রা রায় এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন লিগ্যাল এইড বাংলাদেশ ব্লাস্ট ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা গোস্বামী, বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক,রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা,মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, সদস্য রুমা সাহা সুফিয়া ইয়াসমিন। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানববন্ধনে নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইয়াজ ইমরোজ অবন্তিকাকে উত্যক্ত কারী ও আত্মহত্যায় প্ররোচনাকারী শিক্ষার্থী ও শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন যৌন নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ঘটনার সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ও জড়িয়ে পড়েছেন এটা খুবই দুঃখজনক। এই ঘটনা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা নিরাপদ না। বক্তারা দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর কোন অবন্তিকাকে আর যেন এভাবে জীবন দিতে না হয় কর্তৃপক্ষের কাছে সেই পরিবেশ তৈরি করার আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com