১৯৫১ সালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রী পারাপারের জন্য নেই কোন ফুট ওভার ব্রিজ। যে কারণে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্মে আসা-যাওয়া করতে যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। প্রায় ১০ একর জমির উপর প্রতিষ্ঠিত মোবারকগঞ্জ রেল স্টেশনটিতে আজও লাগেনি আধুনিকায়নের কোন ছোঁয়া। পুরাতন এ রেলওয়ে স্টেশনটিতে রয়েছে দুইটি প্ল্যাটফর্ম তিনটি প্রধান লাইন ও একটি পার্শ্ব লাইন। প্রতিদিন রেল ক্রসিং এর সময় যাত্রীবাহী একটি ট্রেন স্টেশনের ২নং প্ল্যাটফর্মে দাঁড়ায়। এই সময় ২নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার ট্রেনে ওঠানামা করতে যাত্রীদের পড়তে হয় বিড়ম্বনায়। ১নং প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের সাথে থাকা ব্যাগ নিয়ে রেললাইন পার হয়ে ট্রেনে ওঠা লাগে, ট্রেন থেকে নামার ক্ষেত্রও একই অবস্থায় পড়তে হয়। এ সময় বিশেষ করে নারী-শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েন চরম বিপাকে। শুধু তাই নয়; রেললাইন পার হতে গেলে যাত্রীসাধারণের শতভাগ নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়েই পার হতে হয়। দীর্ঘদিন ধরে এরকম অসহ্য বিড়ম্বনা সহ্য করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছেন মোবারকগঞ্জ রেল স্টেশন ব্যবহারকারী যাত্রীরা। অথচ বাংলাদেশ রেলওয়ে কিংবা মোবারকগঞ্জ রেল স্টেশন কর্তৃপক্ষ যাত্রী দুর্ভোগের এই ব্যাপারে মোটেও দৃষ্টিগোচর করেন না। সরেজমিনে যেয়ে দেখা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস নামক ট্রেনটি ২নং প্ল্যাটফর্মে সুন্দরবন এক্সপ্রেস এর সাথে ক্রসিং এর জন্য অপেক্ষারত।এ সময় ১ নং প্ল্যাটফর্ম থেকে ওই ট্রেনের যাত্রীদের রেললাইন পার হয়ে নিজেদের ব্যাগ হাতে করে ট্রেনে উঠতে দেখা যায়, আবার অনেক যাত্রী ট্রেন থেকে নেমে ১ নং প্ল্যাটফর্মে এসে উঠছেন একইভাবে। এ সময় কথা হয়, ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা তাসমিয়া ইয়াসমিন নামের এক যাত্রীর সাথে। তিনি বলেন, শুধু কালিগঞ্জ নয়; ঝিনাইদহ ও এর আশপাশের জেলার অনেক যাত্রী মোবারকগঞ্জ রেল স্টেশন এর মাধ্যমে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন প্রতিনিয়ত। অথচ আমার মত অন্যদেরও বাচ্চাকাচ্চা ও ব্যাগ হাতে এভাবেই রেললাইন পার হয়ে ট্রেনে ওঠা নামা করা লাগছে। এভাবে চলাচল অনেক কষ্টের এবং তাতে ঝুঁকিও রয়েছে। স্টেশনটিতে একটি ফুট ওভারব্রিজ খুব জরুরী। আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে গুরুত্ব দিয়ে একটি ফুট ওভারব্রিজ অতিসত্বর তৈরি করবেন। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাজাহান শেখের সাথে কথা হলে তিনি বলেন, এ বছর ফেব্রুয়ারি মাসেই ৬ হাজার টিকিট ধারী যাত্রী বিভিন্ন গন্তব্যে এই স্টেশন থেকে গেছেন। এছাড়াও প্রতিনিয়ত স্ট্যান্ডিং যাত্রী তো যাচ্ছেন। আবার অনেক যাত্রী বিভিন্ন স্থান থেকে এই স্টেশনে নামছেন। স্টেশন আধুনিকায়ন কিংবা ফুট ওভারব্রিজ নির্মাণের ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের আলাদা বিভাগ রয়েছে। এ ব্যাপারটি তারাই ভালো বলতে পারবেন। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,মোবারকগঞ্জ রেলস্টেশন আধুনিকায়ন কিংবা ফুট ওভারব্রিজ নির্মাণ সম্পর্কিত তথ্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন। তবে আমি জানি, স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার রেলওয়ের ডিজি অফিসে মোবারকগঞ্জ রেল স্টেশনের সার্বিক উন্নয়নে ব্যাপারে ডিও লেটার দিয়েছেন। যার অনুলিপি ইতিমধ্যে আমারা হাতে পেয়েছি। উল্লেখ্য মোবারকগঞ্জ রেল স্টেশনে রুপসা, সীমান্ত, কপোতাক্ষ, সাগরদাঁড়ি, সুন্দরবন,চিত্রা, বেনাপোল, মহানন্দা রকেট ও নকশী কাঁথা এক্সপ্রেস নামক যাত্রীবাহী ট্রেনসহ প্রতিনিয়ত বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে লোকাল ট্রেনও। একই সাথে চলছে মালবাহী ট্রেন। এইসব ট্রেনে হাজার হাজার যাত্রী চলাচল করছেন। যাত্রীসেবার মান বাড়াতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়া আসা করতে কর্তৃপক্ষ অতিসত্বর মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করে দেবেন এমনটাই প্রত্যাশা যাত্রীসাধারণের।