২৬ মার্চ বাগেরহাটে নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিন করা হয়েছে। সকালে বাগেরহাট জেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক দল, বাগেরহাট ফাউন্ডেশন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ সাধারণ জনগন দশানী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগ, বাগেরহাট জেলা শাখা সকাল ৭ টায় রেল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে। এসময়ে খুলনা- বাগেরহাট সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা আক্তার বানু লুসি উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা আঃলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, পৌর আঃলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাঃ সম্পাদক ইবনে মিজান হিরু, যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন, সাঃ সম্পাদক মীর জয়সী আশরাফী জেমসসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।