শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেফতার:বিএফইউজে ও ডিইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সুজনের নিরীহ মানুষ হত্যাকারী রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা  দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন  অধিকার নেই: মির্জা ফখরুল ছাত্র-জনতার খুনের দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে: বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জনরোষ থেকে বাঁচাতে সরকার জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিরোধীদলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে: মাওলানা এটিএম মা’ছুম কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র নিন্দা:ম্যাথিউ মিলার পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রধানমন্ত্রীর আহবান ব্লাকবেঙ্গল জাতের ছাগল মেহেরপুরের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম উৎস দিনাজপুর হাবিপ্রবিতে সাপ নিয়ে গবেষণায় সফল শিক্ষার্থী কামরুন নাহার কনা

এবার লেনদেন হবে হাতের ইশারায়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

প্রযুক্তি মানুষের জীবনকে প্রতিনিয়তই করছে সহজ থেকে সহজতর। তারই ফল স্বরূপ এখন গোটা বিশ্ব আমাদের হাতের মুঠোয়। তবে, এবার এলো প্রযুক্তির নতুন চমক। হাতের ইশারায়ই হয়ে যাবে সকল লেনদেন!
আর এটি সম্ভব হবে অ্যামাজানের নতুন অ্যাপ ‘অ্যামাজন ওয়ান’ এর মাধ্যমে। সম্প্রতি নতুন এই অ্যাপটি চালু করেছে অ্যামাজান। যেখানে পাম প্রিন্ট রিকগনিশন সিস্টেম নামের একটি অনন্য বায়োমেট্রিক পেমেন্ট পরিষেবা যুক্ত করা হয়েছে। মূলত ব্যবহারকারীরা যাতে তাদের পাম বা হাতের তালুর মাধ্যমে স্ক্যান করে সহজে যেকোনো স্থান থেকে টাকা লেনদেন করতে পারেন সেই উদ্দেশ্যেই এই অ্যাপ চালু করা হয়েছে। জানা গেছে, ব্যবহারকারীরা ঘরে বসে বা অফিসে কাজ করাকালীন অ্যামাজন ওয়ান অ্যাপ ব্যবহার করেই মাত্র কয়েকটি ধাপ অনুসরণে নতুন এই পরিষেবায় নিজেদের যুক্ত করতে পারবেন। এর জন্য কোনো ফিজিক্যাল স্টোর পরিদর্শনের প্রয়োজন পড়বে না।
অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যামাজন ওয়ান অ্যাপ ডাউনলোড করা সম্ভব। এই মুহূর্তে অ্যাপটির প্রাথমিক রোলআউটটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ আছে। এই অ লে ৫০০টিরও বেশি পপআপ স্টোর, হোল ফুডস মার্কেট স্টোর, অ্যামাজন আউটলেট এবং ১৫০টিরও বেশি থার্ড পার্টি আউটলেটকে এই পরিষেবার অধী নে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যেভাবে রেজিস্ট্রেশন করবেন
অ্যাপ ডাউনলোড করুন: প্রথমেই অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যামাজন ওয়ান অ্যাপ ডাউনলোড করতে হবে।
পাম ইমেজ ক্যাপচার: পরবর্তীতে অ্যামাজন ওয়ান অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা ঘরে বসেই অন্য কোনো ডিভাইসের সাহায্য ছাড়াই পাম বা তালুর ছবি তুলতে পারবেন। এক্ষেত্রে হাতের প্রতিটি রেখা, প্রতিটি দাগ, ত্বকের নিচে ছড়িয়ে থাকা শিরা-উপশিরার বৈশিষ্ট্যের সাহায্যে স্বতন্ত্র পাম সিগনেচার প্রস্তুতি করার ফলে পরিষেবাটি অত্যন্ত সুরক্ষিত হবে বলে দাবি করেছে অ্যামাজন।
অনলাইন প্রোফাইল: এরপর ব্যবহারকারীদের এই অ্যাপের মাধ্যমে একটি অনলাইন প্রোফাইল তৈরি করতে হবে। পাশাপাশি টাকা লেনদেনের পদ্ধতি বা পেমেন্ট মেথর্ড যুক্ত করতে হবে প্রোফাইলটির অধীনে।
পাম ইমেজ এনরোলমেন্ট: অ্যামাজন হাতের তালুর ছবি ভ্যারিফাই করবে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হলে ‘ইউনিক পাম সিগনেচার’ সিস্টেমে নথিভুক্ত করা হবে।
পাম স্ক্যান ব্যবহার: নথিভুক্ত হওয়ার পর পাম সিগনেচার ব্যবহার করে বিভিন্ন স্থানে টাকা লেনদেন, এন্ট্রি, বয়স যাচাইকরণ এবং লয়ালিটি পুরস্কারের জন্য আবেদন করা যাবে।
ই-কমার্স সংস্থাটি জানিয়েছে, অ্যামাজন ওয়ান অ্যাপের অধীনে কম্পিউটার ভিশন প্রযুক্তির সাহায্যে তৈরি করা ‘ইউনিক পাম সিগনেচার’ বা হাতের তালুর ছবি এনক্রিপ্টেড থাকবে। প্রত্যেক ব্যবহারকারীর অনন্য পাম ইমেজ অডঝ ক্লাউডের একটি নিরাপদ অ্যামাজন ওয়ান ডোমেনে সংরক্ষিত থাকবে। এই ছবিগুলো কোনোভাবেই মোবাইল ডিভাইসে সংরক্ষণ বা ডাউনলোড করা যাবে না। অ্যামাজনের দাবি, এই অ্যাপটি ৮ মিলিয়নেরও বেশি বার ব্যবহার করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com