ময়মনসিংহের ধোবাউড়ায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ বিতরণে বাঁধা দেওয়ার অভিযোগ করেন ৭ ইউনিয়নের চেয়ারম্যানগণ। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ২ নং গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বাদী হয়ে অন্য সকল চেয়ারম্যানগণদের স্বাক্ষরে ও উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ প্রদান করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ০৪/০৪/২৪ ইং রোজ বৃহস্পতিবার ২ নং গামারীতলা, ৪ নং পুড়াকান্দুলিয়া, ৫ নং গোয়াতলা, ৬ নং ঘোষগাঁও ও ৭ নং বাঘবেড় ইউনিয়নে এবং ০৬/০৪/২৪ ইং তারিখে ১ নং দক্ষিণ মাইজপাড়া ও ৩ নং ধোবাউড়া সদর ইউনিয়নে ভিজিএফ বিতরণ করার কথা রয়েছে। ২ নং গামারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়োতুষ চন্দ্র বাবুল আমাকে মুঠোফোনে তাকে প্রতি ইউনিয়ন থেকে ২০০ টি ভিজিএফ কার্ড না দিলে তিনি ভিজিএফ বিতরণে বাঁধা দিবেন বলে হুমকি দেন। তাই আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সকল চেয়ারম্যানগণ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার সময় উপস্থিত ছিলেন ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, ৩ নং ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল, ৪ নং পুড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল হক মুঞ্জু, ৫ নং গোয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন, ৬ নং ঘোষগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ও ৭ নং বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়োতুষ চন্দ্র বাবুল বলেন, ভিজিএফ বিতরণে যেন কোন অনিয়ম না হয় সে বিষয়ে কথা বলায় চেয়ারম্যানগণ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। আমি চাই জনগণ ১০০ % ভিজিএফ চাল হাতে পাক। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নিশাত শারমিন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ভিজিএফ চাল বিতরণ করা হবে। সঠিক ভাবে বিতরণ পরিদর্শনের জন্য ভিজিএফ বিতরণ সকল ইউনিয়নে ১ দিনে ০৬/০৪/২৪ ইং তারিখ শনিবার ঘোষণা করা হয়েছে।