জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুর ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে। ৮ এপ্রিল বিকেলে জামালপুর জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত নওশের আলীর পরিবার। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত নওশের আলীর ছেলে আব্দুল্লাহ(৪০) সাব্দুল্লাহ(৪৬), মেয়ে ইয়াসমিন নাহার লায়লা(৩৫) এবং স্ত্রী কমলা বেওয়া(৬৬) নিহত পরিবারের অভিযোগ ২০২০ সালে বালিজুরি বাজারে রাস্তা পারাপারের সময় পরিকল্পিতভাবে আওয়ামিলীগ নেতা রিমুর হুকুমে মাদারগঞ্জের ব্যাবসায়ী আবদুল্লাহকে মারধর করে। হঠাৎ মারধরের কারণ জানতে আব্দুল্লাহর পিতা নওশের আলী ওই আওয়ামী লীগ নেতা রিমুর কাছে যান। এ ক্ষোভে রিমুএবং তার লোকজন দিয়ে নওশের আলীকে বেধড়ক পিটুনি দিয়ে আহত করে। মুমূর্ষুবস্থায় তাকে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ সর্বশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত চিকিৎসার জন্য সেখান থেকে একটি প্রাইভেট ক্লিনিকে আইসিইউতে নেয়ার পর মারা যান। বতর্মানে রাজনৈতিক প্রভাবে আমাদের হুমকি দিচ্ছে। মামলাকে ভিন্নখাতে নিতে উল্টো ডাকাতি মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। চার্সিটে আসামিদের নাম কতর্নের নাটক চলছে। পরিবারটি সরকারের উচ্চ মহলের সুদৃষ্টি কামনা করেছেন।