নওগাঁর বদলগাছীতে “ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পর্যায়ে “ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪” অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত দিনব্যাপী বদলগাছী উপজেলা পরিষদ চত্ত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক (বিপিএএ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ, নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু তালেব প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, ভেটেরিনারি সার্জন ডাঃ নাজমুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রুবেল হোসাইন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিগণ বিভিন্ন স্টলে প্রদর্শিত পশু -পাখি পরিদর্শন করেন। পরিশেষে প্রদর্শিত পশু – পাখির খামারিদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।