বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

বরিশালে নির্যাতিত স্বেচ্ছাসেবকদল ও যুবদল নেতার পরিবারের পাশে মহানগর বিএনপি নেতৃবৃন্দ

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বরিশালের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরীর আদালতে পুলিশের দায়ের করা মামলায় দোষিসাবস্থ প্রমানিত হওয়ায় বিচারক বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক দ্বীন ইসলাম ইকু ও মহানগর যুবদলের মাসুদ হাসান সজিব ও অপর জামায়াতের ৪ নেতা সহ ৬জনকে ২ ধারায় আড়াই বছর করে কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। সোমবার (২২) এপ্রিল বেলা ১২ টার দিকে নগরীর নিউ ভাটিখানা সড়কস্থ দ্বীন ইসলাম ইকুর বাসা ও নগরীর গোরস্তান রোডস্থ মাসুদ হাসান সজিবের বাসায় বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে বিভিন্ন নেতৃবৃন্দ গিয়ে তাদের পরিবারের সকল সদস্যদের দেখা ও শান্তনা প্রদান করে। এছাড়া এই মামলা নিয়ে তাদের মনোবল শক্ত রাখার আহবান জানিয়ে বলেন দল থেকে উচ্চ আদালতের মাধ্যমে ওদের জামিনের ব্যবস্থা করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ¦ এক এম শহিদুল্লাহ, মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর বিএনপি মহিলা সদস্য আফরোজা খানম নাসরিন, মহানগর দপ্তর ও সদস্য জাহিদুর রহমান রিপন, আরাফাত হোসেন মিন্টু, মহানগর যুবদল নেতা শহিদুল ইসলাম আনিস, মহানগর স্চ্ছোসেবকদল সদস্য সচিব খান মোঃ আনোয়ার, যুবদল নেতা মুরাদুল ইসলাম হিমেল, সিরাজুল হক মৃধা, ফরিদ সিকদার,হানিফ হাওলাদার, জিয়াউল হাসান দুলাল, স্বপন চৌধুরী, রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ। অপরদিকে বিকালে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিএনপির অপর একটি অংশ সাজাপ্রাপ্ত স্চ্ছোসেবকদল ও যুবদল নেতার বাসায় পরিবারের স্বজনদের সাথে দেখা করা সহ তাদের শান্তনা দেন। এসময় বিএনপি নেতৃবৃন্ধরা বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব এই ফরমায়েশি রায়ের বিষয়ে অবগত আছে আমরা তারই নির্দেশে তার প্রতিনিধি হয়ে সাজাপ্রাপ্ত নেতৃবৃন্দের বাসায় এসেছি। এসময় তারা আরো বলেন ওদের জামিনের ব্যবস্থা না করা পর্যন্ত বিএনপি সকল নেতৃবৃন্দ পাশে আছে এবং সামনের দিনগুলিতেও পাশে থাকার আশস্থ করেন। এসময় আরো বলেন আমাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এতে আমরা ভিতু নই। ভিতু সরকার তাইতো আমাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলাগুলো এখন আদালতকে ব্যবহার করে ফরমায়েশি রায়ে সাজা দিচ্ছেন। আমরা সামনের দিনে আইনি লড়াইয়ের পাশাপাশি গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চালিয়ে যাব। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য আল-আমিন, আরিফুর রহমান বাবু, মহানগর কৃষকদল সদস্য সচিব মোঃ সাঈদ তালুকদার, বিএনপি নেতা ওমায়ের ইবনে স্বপন, মহানগর ভারপ্রাপ্ত যুবদল সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, মহানগর ছাত্রদল সদস্য হুমাউন কবির সহ ওয়ার্ড বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৯ অক্টোবর ১৯ দলীয় নেতাকর্মীরা নগরীর বগুড়া রোড অক্সফোর্ড মিশন স্কুলের সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ গিয়ে তাদের বাধা দেয়। তারা বাধা উপেক্ষা করে মিছিল করায় পুলিশ সাতজনকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় এসআই মজিবুর রহমান বাদী হয়ে আটক সাতজনসহ নামধারী বিএনপি জামায়াতের ৩৪ এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেন। কোতোয়ালি মডেল থানার এসআই আবু তাহের ২০১৫ সালের ৭ এপ্রিল বিএনপি-জামায়াত ও অঙ্গ সংগঠনের ৬৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। উক্ত মামলায় রবিবার (২১) এপ্রিল অতিরিক্ত মূখ্য মহানগর হাকিমের আদালতের শেষ কার্যদিবসে এই রায় ঘোষনা করে স্বেচ্ছাসেবকদল নেতা ও যুবদল নেতাদের জেল হাজতে প্রেরন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com