শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

গরমে স্বস্তি দিতে বাগেরহাটে বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ

কল্লোল সরকার বাগেরহাট সদর
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বাগেরহাটে তীব্র দাবদাহে অতিষ্ট সাধারন মানুষ। গত তিনদিনে ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৯, ৪০ ও ৪১ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত। প্রচন্ড গরমে গলছে রস্তার পিচ। সেই সাথে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ সকল বয়েসী মানুষ। এমন অবস্থায় বাগেরহাট বাস মালিক সমিতির উদ্যোগে তাপদাহে তৃষ্ণার্ত বাসযাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হচ্ছে। শহরের সাধনার মোড় এলাকায় বাগেরহাট পৌর তাঁতীলীগের উদ্যোগ ফ্রী বিশুদ্ধ ঠান্ডা পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণের কাজ চলছে। ২২ এপ্রিল সোমবার থেকে বাগেরহাট বাস মালিক সমিতির উদ্যোগে বাস স্ট্যান্ডে এবং বাগেরহাট পৌর তাঁতীলীগের উদ্যোগে শহরের সাধনার মোড় এলাকায় ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতারন কার্যক্রম শুরু হয়। বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময় এর নির্দেশনায় প্রচন্ড গরমে বাসযাত্রী, শ্রমজীবী ও সাধারন মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি, শরবত ও স্যালাইন বিতারন করতে পেরে খুশি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও বাগেরহাট পৌর তাঁতীলীগের নেতৃবৃন্দ। বাগেরহাট আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী বলেন, গত তিনদিন ধরে বাগেরহাটে প্রচন্ড গরম পড়েছে। গরমে অতিষ্টি হয়ে উঠেছে সাধারন মানুষ। এমন অবস্থায় আমাদের এমপি শেখ তন্ময় এর নির্দেশনায় বাসযাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাপদাহ যতদিন অব্যাহত থাকবে আমাদের এই কার্যক্রমও ততদিন চলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com