শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

নগরকান্দায় সামাজিক সম্প্রীতি সমাবেশ

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সম্প্রতি ফরিদপুরের মধুখালিতে ঘটে যাওয়া আলোচিত ঘটনাকে কেন্দ্র করে নগরকান্দায় পুলিশের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদসহ পৌর কাউন্সিলর বৃন্দ, মসজিদের ইমাম, সাংবাদিক বৃন্দ পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও ফুলসুতি ইউনিয়ন ৭নং বিট এও অনুরুপ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জন্য সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আসদুজ্জামান শাকিল, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর গণ, ঈমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ সম্প্রতি ফরিদপুরের মধুখালিতে মন্দিরে অগ্নিকান্ডকে কেন্দ্র করে দুই শ্রমিককে হত্যা নিয়ে সাম্প্রীতিক বিরোধের সৃষ্টি হয়। তারই অংশ হিসেবে এই সাম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন আইন যেন কেহ নিজেদের হাতে তুলে না নেই। আইনশৃঙ্খলা বাহিনী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেই। এ ঘটনা উপলক্ষে কোন প্রকার মিশিল, মিটিং, মানব বন্ধন ও সংঘাতে জড়ানো যাবেনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com