বাগেরহাটে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায়, বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা ও স্থানীয় তহবিল গঠনের দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটে মাল্টি-অ্যাক্টর প্লাটফর্ম ম্যাপ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ও লেবু গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে?। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে অ্যাওসেড এর উদ্দ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় সিডিআরএফআই প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রমে অনুষ্ঠিত ম্যাপ কমিটির সভায় সভাপতিত্ব করেন ম্যাপ কমিটির কো-কনভেনর সাংবাদিক সৈয়দ শওকত হোসেন। ম্যাপ কমিটির সদস্য সচিব শেখ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির কনভেনর রিজিয়া পারভীন, উপদেষ্টা সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রর,এ্য।ডভোকেট সীতা রানী দেবনাথ, আহাদ উদ্দিন হায়দার, বাবুল সর্দার, সিডিআরএফআই প্রকল্পের প্রকল্প ম্যানেজার হেলেনা খাতুন, ফিল্ড সুপারভাইজার লাবণ্য হালদার প্রমূখ। সভায় উপস্থিত সদস্যরা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বর্তমান দুর্যোগ সমূহ এবং এ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে নাগরিক কমিটি সমাজের প্রতিনিধিদের নিয়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেই সাথে এই প্লাটফর্ম যাতে জলবায়ু পরিবর্তনের জনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের অর্থ বিপদাপন্ন জনগোষ্ঠীর কাছে পৌঁছায় সে ব্যাপারে বাস্তব ভিত্তিক সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে এডভোকেসির কাজ করবে। কমিটির কনভেনার রিজিয়া পারভীন ম্যাপ গঠনের উদ্দেশ্য ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন ম্যাপ সদস্যরা রাতে স্থানীয় সুশীল সমাজের বিশেষ করে নারী ও বিপদাপন্ন জনগোষ্ঠীর প্রয়োজনীয় চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে ও তাদের দৃষ্টিভঙ্গি সমূহ সিডি,আর,এফ কে ডেভেলপমেন্ট করবে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সকল সদস্যদের সাথে নিয়ে আগামিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সভা শেষে সদস্যদের জনপ্রতি একটি করে লেবুর চারা বিতরণ করা হয়।