বুধবার, ২২ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
আজ বাজারে আসছে নওগাঁর আম ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা! মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন একটি মুক্তিযুদ্ধের দরকার জামালপুরে সভায় বক্তারা কালীগঞ্জে এমপি আনারের সন্ধ্যান ও সুস্থতা কামনায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দোয়ার আয়োজন গলাচিপা উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট তারাকান্দা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরন্তর কাজ করছেন জোবায়ের হোসেন বাগেরহাটে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ফরিদগঞ্জে ভোট বর্জনের আহব্বানে মতিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল রাইসির জানাজায় মানুষের ঢল

ভোটারদের আস্থা ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য-ইসি আহসান হাবিব খান

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

কেশবপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময়

কেশবপুর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে কোন বিশৃঙ্খলা কারীদের ছাড় দেওয়া হবেনা। বিদেশি পর্যবেক্ষক থেকে সরকার প্রধান, সবাই চায় দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা সেই লক্ষে প্রতেক জেলার নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়ে আসছি। ভোটারদের আস্থার জায়গা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। মঙ্গলবার বিকাল ৩ টায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরো বলেন, বিগত দিনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেটা অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যদি প্রশাসনিক কর্মকর্তা জড়িয়ে পড়েন তাকে চাকুরিচ্যুত করে জেলখানায় পাঠানো হবে বলে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনির পাশাপাশি সকলকে সহযোগিতা করতে হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আরবাউল হাছান মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার হুমায়ুন কবির, সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ দুহিন হোসেন, উপজেলা সকহারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম ও উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম। পরে প্রধান অতিথি নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিংসএ মিলিত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com