ময়মনসিংহের নান্দাইলের কৃতি সন্তান কবি আবদুল হান্নান ইউজেটিক্স জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ জুরি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয়বার সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জানা যায়, কবি আব্দুল হান্নান ইউজেনিক্স সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা সদরে ঐতিহ্যবাহী হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর সিনিয়র শিক্ষক (গণিত) পদে কর্মরত। ওই উপজেলায় এর আগেও জাতীয় শিক্ষা সপ্তাহ জরিপ-২০২২ সালে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। কবি আব্দুল হান্নান ইউজেনিক্স একাধারে শিক্ষক, কবি, কথাসাহিত্যিক, সংগঠক ও গীতিকার। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫টি। স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্র পত্রিকা ও ম্যাগাজিনে তার কবিতা, ছড়া,গল্প গান ও ইসলামি সংগীত প্রকাশিত হয়েছে। তিনি নিয়মিত সাহিত্য চর্চায় নিমগ্ন রয়েছেন। তিনি বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড, কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক জাতীয় সাহিত্য পদক, সিলেট সাহিত্য পুরস্কার, সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার, কবি জসিম উদ্দিন কবিতা পুরস্কার, সুকুমার রায় সম্মাননা, নান্দাইল যুগান্তর স্বজন সমাবেশ কর্তৃক সম্মাননা, নান্দাইল উপজেলা প্রেসক্লাব কর্তৃক সম্মাননা, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদ কর্তৃক সম্মাননা, আল হেলাল শিল্পীগোষ্ঠী সিলেট কর্তৃক সম্মাননা, জাতীয় কবি পরিষদ কর্তৃক সম্মাননাসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের বাসিন্দা।