১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাজিরপুর উপজেলায় বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সবাই আওয়ামীলীগ সমর্থক। বুধবার (০৮ মে) নাজিরপুরে ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সহকারি রিটার্ণিং অফিসার সূত্রে জানা গেছে নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস.এম নুরে আলম সিদ্দিকী শাহীন। তিনি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের কণিষ্ঠ সহোদর ভাই তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৯২৭৯ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকের জাতীয় পার্টির মোহাম্মাদ আলী শিকদার পেয়েছেন ১৮,৮৪৮ ভোট। এছাড়াও ১৪,৬০৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে চশমা প্রতীকের প্রার্থী শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, ২৯,৮১৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলাই প্রতীকের আলো সিকদার। ০৮ই মে উপজেলার ৭২টি কেন্দ্রের শান্তিপূর্ণ নির্বাচনের ফলাফল উপজেলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন উপজেলা সহকারী রিটানিং অফিসার আলিম উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, নির্বাচনী দায়িত্বে ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মিয়া, পূবালী ব্যাংকের কর্তব্যরত ব্যবস্থাপক ইমরান হোসেন প্রমুখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ। উপজেলা চেয়ারম্যান বিজয়ী হওয়ার পরে কর্মীদের উদ্দেশ্যে ৯ মে নব-নির্বাচিত চেয়ারম্যান দৈনিক আজকের দর্পনের প্রকাশক ও সম্পাদক এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন বলেন, নির্বাচিত আল্লাহ করেছেন, তবে নাজিরপুরের সাধারণ ভোটারারা যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা আমার নির্বাচন করেছন তারা যেন সকল মানুষের সঙ্গে সহনশীলতা মনোভাব বজায় রাখেন। আমি নাজিরপুরবাসীর সেবা করার জন্য এখানে এসেছি, আমার পরিবারের সু-খ্যাতি সারা দেশে রয়েছে, তাই আমি আমার পরিবারের খ্যাতি অক্ষুন্ন রাখতে চাই।