বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

লোহাগাড়া সাংবাদিক সমিতির মিলনমেলা

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪

আমি রাজনীতি করিনা! ব্যবসায়ী পরিবারের সন্তান হিসাবে লোহাগাড়ার সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমা। লোহাগাড়ার আপামর জনসাধারণের পাশে ছিলাম, আছি, থাকতে চাই! আমি লোহাগাড়ার যেকোন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ। এলাকার উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে অনেক ভাল লাগে। এলাকার অসহায় মানুষের পাশে থাকবো। জনপ্রতিনিধি না হয়েও এলাকার উন্নয়ন করা যায়। তিনি আরও বলেন, লোহাগাড়ার সকল সাংবাদিকদের যেকোনো কাজে আমাকে পাশে পাবেন। আমি সাংবাদিকদের সাথে থাকতে চাই। এদেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। সাংবাদিকরা দেশের উন্নয়নে কাজ করে থাকেন। সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন চিত্রগুলো তুলে ধরে থাকেন সাংবাদিকরা। লোহাগাড়ার দুর্নীতি, অনিয়মগুলো বুকে সাহস নিয়ে পত্রিকায়, অনলাইনে তুলে ধরবেন। আপনারাই পারেন সমাজকে সুন্দর রাখতে এবং সমাজের অন্যায় অনিয়মগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরতে। লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে ১২মে সকাল সাড়ে ১১টার দিকে চুনতি হোটেল মিডওয়ে ইন হল রুমে লোহাগাড়া, সাতকানিয়া, লামা, চকরিয়া, চন্দনাইশ, পেকুয়া, নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও সাংবাদিকদের মিলন মেলার প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া সাংবাদিক সমিতির উপদেষ্ঠা, ইসমাঈলে আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, লোহাগাড়ার সাহসী কন্যা শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমা এসব কথ তুলে ধরেন। লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মাওলানা আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি রায়হান সিকদার ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি এডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী, এডভোকেট তাহমিনা আকতার চৌধুরী, পীরে কামেল হযরত আলহাজ্ব মাওলানা গোলাম রসুল কমরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এমএম আহমদ মনির, লোহাগাড়া দোকান কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন রাজিব। মিলনমেলায় বক্তব্য রাখেন, সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, পেকুয়ার গিয়াস উদ্দিন, দোহাজারি প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু, লামা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান, চকরিয়া প্রেসক্লাব সভাপতি জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি আবদুল মজিদ, সাধারন সম্পাদক মিছবাউল হক, নাইক্ষনছড়ির আবদুর রশিদ, চন্দনাইস সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি কামরুদ্দিন, সাধারন সম্পাদক খালেদ রায়হান, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ ইলিয়াছ, সাংবাদিক কাইছার হামিদ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় লোহাগাড়া সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী, অর্থ সম্পাদক শাহজাদা মিনহাজ, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, কার্যনির্বাহী সদস্য তাহমিদ আলম কাউছার, তৌহিদুল ইসলাম কায়রু সহ জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং লোহাগাড়া, সাতকানিয়া, লামা, চককিয়া, পেকুয়া, নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে মধ্যহ্নভোজের আয়োজন করা হয় এবং শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমার পক্ষ থেকে সকল সাংবাদিকদের জন্য বিশেষ উপহার প্রদান করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com