শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের মেলান্দহে অভ্যন্তরীণ বোরো ধান /চাল সংগ্রহ -২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মে সোমবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগ, মেলান্দহ, জামালপুরের আয়োজনে মেলান্দহ খাদ্য গুদামে সংরক্ষিত এলাকায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক। মেলান্দহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ ও মেলান্দহ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, কনক অটোো রাইস মিলের মালিক মোঃ জহুরুল ইসলাম, রিমি অটো রাইস মিলের মালিক মোঃ আখতারুজ্জামান রাজু, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ, মেলান্দহ উপজেলা কৃষক লীগের সভাপতি দিদারুল আলম শাকিল, কৃষক লীগের সাধারণ সামিউল ইসলাম বিএসসি প্রমুখ। চলতি বছর আগষ্ট মাস পর্যন্ত ধান/চাল ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ২০১৬ মেট্রিক টন। প্রতি কেজি ধানের দাম ৩২ টাকা। প্রতি মন ধানের দাম ১২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাল ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৫২৫ মেট্রিক টন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা করে। অর্থাৎ প্রতি মন চালের দাম ১৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।