বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

ঈশ্বরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতীক নিয়েই প্রচারণায় নেমেছেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে চূড়ান্ত পর্যায়ে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। সোমবার ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহমুদুল আলম প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। এরপর প্রার্থীরা শুরু করেন তাদের নির্বাচনী প্রচারণা। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মোটর সাইকেল শোডাউন এবং মাইকেও চলছে প্রচার-প্রচারণা। পাশাপাশি করছেন ছোট্ট ছোট্ট আলোচনা সভাও। সেই আলোচনা সভায় প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, তুলে ধরছেন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচারণা। আগামী ২৯ মে এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু বকর ছিদ্দিক ভুঁইয়া দুলাল (চিংড়ি) প্রতীক, মো. শাফায়েত হোসেন ভূইয়া (মোটর সাইকেল) প্রতীক, বদরুল আলম প্রদীপ (আনারস) প্রতীক, মো. হাসান মাহমুদ (ঘোড়া) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ইফতেখার আলম খান রোপক (টিয়া পাখি) প্রতীক, শেখ ওয়ালি উল্লাহ রাসেল (তালা) প্রতীক, বাচ্চুু মিয়া (চশমা) প্রতীক, এ এইচ এম সাইফুল ইসলাম (টিউব ওয়েল) প্রতীক, রানা আহমেদ (পালকি) প্রতীক, আব্দুল্লাহ আল ফয়সাল ( মাইক) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মাহমুদা হাসান পলি (কলস) প্রতীক, মোছা. নুসরাত আরা প্রিয়া (পদ্মফুল) প্রতীক এবং মোছা. শেফালী হামিদ শেফালি (হাঁস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com