বাগেরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। ১৭ তারিখ শুক্রবার বিকাল ৫ টায় নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাড. ফরিদ হাসান এবং সঞ্চালনা করেন এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সরদার সেলিম আহম্মেদ, সরদার ফকরুল আলম সাহেব, থানা আঃলীগ সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম.এ মতিন, যুবলীগ সাধারণ সম্পাদক মীর জয়সী আশরাফী জেমস, মোঃ আব্দুল কাদের, এ্যাড. সীতা রানী দেবনাথ, এ্যাড. শরীফা হেমায়েত, এ্যাড. লুনা সিদ্দিকী প্রমূখ। সভায় বক্তারা বলেন, দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার স্বপ্নকে বাস্তবতায় রূপ দিয়েছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি স্বদেশে ফিরে দেশকে গনতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, দেশকে মধ্যম আয়ের কাতারে নিয়ে গেছেন। বাংলাদেশকে এখন আর তলা বিহীন ঝুড়ি বলে কেউ উপহাস করতে পারেন না। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।