টিয়া পাখির মতো আমিও আপনাদের কাছে প্রিয় হয়ে থাকতে চাই, দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এক নির্বাচনী পথ সভায় ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন, শেরপুরের নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু। এসময় তিনি সাধারন ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন ‘আমার প্রতীক টিয়া পাখি। টিয়া পাখিকে মানুষ শখের বসে বাড়িতে অতিযতেœ পোষে। পরবর্তীতে এই টিয়া পাখি তার মালিকের অনুগত থাকে। ঠিক তেমনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি মার্কায় আপনাদের পবিত্র ভোটে নির্বাচিত হলে আমি আগামী ৫ বছর আপনাদের সকল আপদ বিপদ, সুখে দুঃখে পাশে থাকব। ভাইস চেয়ারম্যান বাবু সরকার বলেন, ‘আমি ভবিষ্যতে আপনাদের কাছে প্রিয় বাবু সরকার হয়ে থাকতে চাই। তাই আগামী ২১ মে মঙ্গলবার আমি আপনাদের সুচিন্তিত ভোটের প্রত্যাশী। আমাকে পরীক্ষা করার জন্য হলেও একটিবার আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিন। এবিষয়ে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন এলাকায় ভালো মনের ও যোগ্য সাংবাদিকগন জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় নকলা উপজেলা পরিষদ নির্বাচনে নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। আমরা আশাবাদী সাংবাদিক বাবু টিয়া পাখি মার্কায় বিপুল ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন এবং নকলা উপজেলাবাসীর খেদমত করবেন। উল্লেখ্য, এই নির্বাচনে উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৩৭৬ জন এবং নারী ভোটার ৯১ হাজার ২৩০ জন। ভোট কেন্দ্র ৭৯ টি ও ভোটকক্ষ ৪৬৪ টি।